ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

তিন পুলিশ হত্যা মামলায় দু’দিনের রিমান্ডে আইয়ুব

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২২, আগস্ট ১, ২০১০

পাবনা: পাবনার বেড়া থানায় তিন পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি আইয়ুব হোসেনকে দু’ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

রোববার বিকাল চারটার দিকে পাবনা মুখ্য বিচারিক আদালত-১ এর বিচারক মো. সাইদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।



মামলার তদন্ত কর্মকর্তা বেড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ দশ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল রাতে সাভারের আমিনবাজার থেকে আইয়ুবকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

গত ২০ জুলাই বেড়া উপজেলার প্রত্যন্ত ঢালার চর পুলিশ ফাঁড়ির তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় জড়িত সন্দেহে বেড়া থানা পুলিশ এ পর্যন্ত তিনজনকে এবং রাজবাড়ি থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।