bangla news

পদ্মা সেতুর জন্য ১৪০ মিলিয়ন ডলার দেবে আইডিবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৫-২৩ ৬:২৫:০৯ এএম

পদ্মা সেতু নির্মাণে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) বাংলাদেশকে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে।

বাগেরহাট: পদ্মা সেতু নির্মাণে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) বাংলাদেশকে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে।

বাগেরহাটের শরণখোলায় সোমবার দুপুরে একটি স্কুল কাম সাইক্লোন সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন আইডিবি চেয়ারম্যান ড. আহম্মেদ মোহাম্মদ আলী।

দুপুর ২টার দিকে শরখোলার রায়েন্দা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভবনে ওই  সাইক্লোন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে আইডিবি চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ব্রাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, এলজিইডি সচিব আবু আলম শহীদ খান, অর্থ ও বহিঃসম্পদ বিভাগ মোশারেফ হোসেন, ভূমি সচিব মোখলেসুর রহমান, আইডিবির ফায়েল খায়ের প্রকল্পের দায়িত্বে থাকা যুগ্ন সচিব মিরনা মারুফ, কো-অর্ডিনেটর ড. হাসান খালেক ও এলজিইডির প্রধান প্রকৌশলী অহিদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ২৩ মে, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-05-23 06:25:09