ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় ছুটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১০
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর: ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে রোববার সকালে গাজীপুর সদরের খাইলকৈর এলাকায় লুনা পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সকাল সাড়ে ১১টার দিকে কর্তৃপক্ষ কারখানার ছুটি ঘোষণা করে।



জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করলে পরিস্থিতি সামাল দিতে কর্র্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এরপর পাশ্ববর্তী এস.এ সোয়েটার ও লাক্সমা সোয়াটার কারখানার শ্রমিকরা একত্রিত হয়। পরে তারা লুনা কারখানায় ঢোকার চেষ্টা করে। এসময় কারখানার গেট খুলে দেওয়ার জন্য শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে। বেলা ১২টার দিকে পুলিশ গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

বাংলাদেশ সময়; ১৪১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।