ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীর শিবপুরে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মে ২২, ২০১১

নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলায় পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে ওই উপজেলার চক্রধা ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকায় এ ঘটনা ঘটে।



নিহতরা হলো কাঠমিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে সজীব (৭) ও টাইলস মিস্ত্রি মাসুদ মিয়ার ছেলে শান্ত (৮)।

চক্রধা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সজীব ও একই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র রাজু দুপুরে স্কুল থেকে ফিরে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে যায়।

খেলার একপর্যায়ে ফুটবলটি পাশের খালে পড়ে যায়। এ সময় সজীব সেটি আনতে খালে নামলে সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে শান্তও পানিতে তলিয়ে যায়।

বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা খালের পানিতে শিশু দুটির লাশ ভাসতে তাদের বাড়িতে খবর দেয়।

পরে দুই শিশুকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একসঙ্গে ২ শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad