ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৪৬ ঘন্টা পর হবিগঞ্জ পলিটেকনিক ছাত্র মোত্তাকিনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১০

হবিগঞ্জ: নিখোঁজ হওয়ার ৪৬ ঘন্টা পর হবিগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র মোত্তাকিন তালুকদারের লাশ উদ্ধার করা হয়েছে পিয়াইন নদীর তলদেশ থেকে।

গত শুক্রবার মোত্তাকিন সতীর্থদের সঙ্গে গোসল করতে গিয়ে ডুবে যায়।

হবিগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিকিা  সানজিদা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, গত শুক্রবার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা সিলেটের জাফলংয়ে পিকনিক করতে  যায়। বিকেল ৩টার দিকে   সীমান্তবর্তী  বল্লাঘাট এলাকার পিয়াইন নদীতে  সহপাঠীদের সঙ্গে মোত্তাকিন গোসল করতে নেমে নিখোঁজ হয়।

শুক্র ও শনিবার অনেক  খোঁজাখোজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীর তলদেশে পাথরের ফাঁকে আটকে থাকা মোত্তাকিনের লাশ উদ্ধার করেন।

আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র বিভাগের শেষ বর্ষের ছাত্র মোত্তাকিনের গ্রামের বাড়ি জামালপুরে। তবে বর্তমানে তার পরিবার ঢাকার উত্তরায় থাকে। তার বাবা মিজানুর রহমান তালুকদার বিআরটিসির একজন  কর্মকর্তা।

আগামী ৮ আগস্ট ছিল মোত্তকিনের ফাইন্যাল পরীক্ষা।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।