ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় শ্রমিক পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৯, আগস্ট ১, ২০১০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় রোববার দুপুরে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।



দুপুর ১২টা দিকে মেট্টো গার্মেন্টসের শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দিকে আসতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা করার দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকার কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা রোববার সকাল থেকে কাজ বন্ধ করে ফ্যাক্টরির সামনে অবস্থান নেন।

অন্যদিকে, ফতুল্লা শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ওই এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

শ্রমিকদের অভিযোগ, সস্তাপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী কাইল্যা গেসু ও তার ভাই সুন্দর আলীর নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলা হয়েছে। এতে ৪ শ্রমিক আহত হয়।

এদিকে, জেলা সিপিবি সভাপতি ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা অ্যাডভোকেট মন্টু ঘোষের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ প্রেসকাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিপিবি।

বক্তারা অবিলম্বে শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষের মুক্তির দাবিতে জানিয়েছেন।

বাংলাদেশ সময়:১৩০০ঘণ্টা,আগস্ট ১,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।