ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ২১, ২০১১

নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলায় পৃথক স্থানে শনিবার সন্ধ্যায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বজ্রপাতের শিকার হয়ে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন উপজেলার লেবুতলা ইউনিয়নের ধরাবান্ধা গ্রামের রাজু মিয়া (৩৭) ও চন্দনবাড়ি ইউনিয়নের চকতাতারদী গ্রামের শামসুল হক (৫০)।



মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় ধরাবান্ধার গ্রামের কৃষক রাজু মিয়া ক্ষেত থেকে ধান নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, একই সময় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বাড়ির অদূরে এসে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান শামসুল হক।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মে ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।