ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় ২৬ মে থেকে পরিবহন ধর্মঘট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মে ২১, ২০১১

গাইবান্ধা: গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতির নির্বাচনসহ চার দফা দাবিতে ২৬ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

শনিবার বিকালে জেলা মোটর মালিক সমিতির নিরপেক্ষ নির্বাচন আদায় সংগ্রাম কমিটি ও জেলা মটর-ট্রাক শ্রমিক ইউনিয়ন যৌথ সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ঘোষণা দেয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা মোটর মালিক সমিতি সদস্য জহুরুল ইসলাম স্বপন জানান, জেলা মোটর মালিক সমিতির মেয়াদ গত ৮ এপ্রিল শেষ হয়েছে। কিন্তু এখনও নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হচ্ছে না। সমিতির বর্তমান সভাপতি অবৈধ পন্থায় ক্ষমতা আঁকড়ে থাকার অপচেষ্টা করছেন।

আগামী ২৫ মের মধ্যে দাবি মানা না হলে ২৬ মে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মোটর মালিক সমিতি সদস্য শহিদুল ইসলাম আবু, জিল্লুর রহমান, জহুরুল ইসলাম স্বপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।