ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পশ্চিমবঙ্গে সরকারি বাসে ভাড়া লাগবে না সাংবাদিকদের

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

কলকাতা: পশ্চিমবঙ্গে সরকারি বাসে সাংবাদিকদের কাছ থেকে ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারই প্রথম সাংবাদিকদের জন্য এ ধরনের ঘোষণা দিল।

   

রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সোমেন্দ্রনাথ শনিবার দুপুরে কলকাতার মহাকরণে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘কলকাতা প্রেসকাব প্রস্তাব দিয়েছিল সরকারি পরিবহনে সাংবাদিকদের ভাড়া মওকুফ করা হোক। সেই মোতাবেক রাজ্যের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের সঙ্গে আলোচনা করে ২৭ জুলাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওইদিন থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে। ’

রাজ্যের পরিবহনমন্ত্রী রঞ্জিত কুন্ডু জানিয়েছেন, এই সুযোগ শুধুমাত্র সরকার কর্তৃক স্বীকৃত অ্যাক্রিডেশান কার্ডপ্রাপ্ত সাংবাদিকরাই পাবেন।

উল্লেখ্য, ভারতীয় রেলে দূরপাল্লার ভ্রমণে বেশ কিছুদিন ধরেই সাংবাদিকরা ভাড়ায় ছাড় পেয়ে আসছেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।