ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিলাম’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মে ১৭, ২০১১
‘প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিলাম’

ঢাকা: ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিলাম’ বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

তিনি বলেছেন,‘আইন তার নিজস্ব গতিতে চলবে।

ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। ’

মঙ্গলবার সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে বিদায়ী সংবর্ধনা শেষে  সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টা হতে চান কি-না এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘এ বিষয়টি আমি আল্লাহর উপর ছেড়ে দিতে চাই। ’

বিচারপতিদের অভিসংশন (ইমপিচমেন্ট) বিষয়ে বিদায়ী প্রধান বিচারপতি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। সংসদ যেটা ভালো মনে করবে সেটাই করবে। ’

এর আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম বিদায়ী এ প্রধান বিচারপতির মেয়াদকালে সুপ্রিম কোর্টে গৃহীত কার্যক্রমগুলো তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মে ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।