ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ১৭, ২০১১

নারায়ণগঞ্জ: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার সকালে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন।

আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামে একটি জমির মালিকানা নিয়ে হাছেন মিয়া ও মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ ছিল। মঙ্গলবার সকাল ১১টায় উভয় পক্ষের লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে গেলে বাকবিত-ার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়।

তিনি জানান, সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে মিজানুর রহমান, আক্তার হোসেন, হাজেরা বেগম, রোমা আক্তার, নুর মোহাম্মদ, মোমেন, আবদুল্লাহ ও হাছেনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এসআই আশরাফুল ইসলাম আরো জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।