ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলারোয়ায় মাছের ঘের থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১১

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংলাল গ্রামে একটি মাছের ঘের থেকে মঙ্গলবার সকালে তাজুল ইসলাম সরদার (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন বলে পুলিশ জানায়।



নিহত তাজুল ইসলামের বাড়ি কলারোয়ার বাটরা গ্রামে। তিনি একজন অবসরপ্রাপ্ত দফাদার (গ্রাম পুলিশ) ছিলেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান ও কলারোয়া থানা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে সিংলাল গ্রামের সরকারি বাওড়ের পাশে মিজানুর রহমানের মাছের ঘেরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে নিখোঁজ তাজুল ইসলামের ছেলেরা লাশটি তাদের পিতার বলে সনাক্ত করে।

পুলিশ জানায়, তাজুল কয়েক মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ মাঝি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।