ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁন্দগাওয়ে বাসের সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ১৭, ২০১১

চট্টগ্রাম: নগরীর চাঁন্দগাও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকার এইচএস সিএনজি ফিলিং স্টেশনে মঙ্গলবার সকালে বাসের সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণে তিনজন গুরতর আহত হয়েছে।

আহতরা হচ্ছেন-প্রাইভেট কারচালক নাসিরুদ্দিন (২৮), পথচারী বাবুল দাশ (৩৫) ও সিএনজি স্টেশনের কর্মী এনামুল হক (২৪)।



আহতদের চট্টগ্রাম মেডিকলে কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।

এদের মধ্যে নাসিরুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

নাসিরের বাড়ি লালখান বাজারে চানমারী রোডে। তবে অন্য দু‘জনের ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বাংলানিউজকে জানান, নাসিরুদ্দিনের বাঁ কব্জি উড়ে গেছে। দুর্ঘটনার সময় তিনি গ্যাস নিতে আসা বাসের পাশে দাঁড়িয়ে ছিলেন।

বিস্ফোরণে বাসটির একপাশ ভেঙে পড়ে। আর প্রাইভেট কারের ব্যাপক ক্ষতি হয়।

ওসি আরও জানান, আহত বাবুল দাশের পায়ের মাংস উড়ে গেছে। তবে দুর্ঘটনাকবলিত বাসের চালক ও হেলপার ওই সময় সিএনজি স্টেশনের বাইরে থাকায় তারা বেঁচে যান।

বাবুল একটি একটি সেলুনের কর্মচারী বলে পুলিশ জািনয়েছে।  

দুর্ঘটনার কারণ সম্পর্কে ওসি বলেন, ‘সম্ভবত বাসটির গ্যাস সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ ছিল। না হয় দুর্ঘটনা ঘটার কথা না। ’

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মে ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।