ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাত লাখ টাকা জরিমানা, মানেজার গ্রেপ্তার

শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে শীসা কারখানা পুড়ে ছাই

শ্রীপুর সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মে ১৭, ২০১১
শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে শীসা কারখানা পুড়ে ছাই

শ্রীপুর (গাজীপুর): শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খ- গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ইমাম মেটাল ইন্ডস্ট্রি নামের শীসা তৈরির একটি কারখানায় মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় ও কারখার ম্যানেজার একই এলাকার মমরেজ আলীর পুত্র চান মিয়াকে গ্রেপ্তার করেছে।

এসময় ২শ’ বস্তা প্লাস্টিক অ্যালুমিনিয়ামের বর্জ্য (শীসা তৈরির কাঁচা মাল) এবং প্রতিটি পাঁচ কেজি ওজনের ১২৮ পিচ তৈরি শীসার টুকরা জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড ফোর্সেস) মনির চৌধুরী।

এদিকে কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই কারখানাটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, পরিবেশ অধিদপ্তরের ডিডি মোস্তাফিজুর রহমান আকন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে অংশ নেওয়া র‌্যাব ২-এর সিনিয়র এএসপি বশির আহমেদ জানান, দীর্ঘদিন ধরে কেওয়া পশ্চিম খ- গ্রামের শত শত মানুষ শীসা তৈরির কারখানাটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন প্রশাসনের কাছে।

স্থানীয়রা অভিযোগ করেন, ইমাম মেটাল ইন্ডাস্ট্রি থেকে নিসৃত বিষাক্ত কালো ধোঁয়ায় এলাকায় ব্যাপক  ফসলহানী ছাড়াও বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

 

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ১৭ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।