ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিয়ায় সাংসদ আজিমের বাড়ি ভাংচুর

সাবেক এমপিসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা

হাতিয়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মে ১৭, ২০১১

হাতিয়া (নোয়াখালী): নোয়াখালীর হাতিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় মেঘনার জলদস্যু মুন্সিয়া বাহিনীর প্রধান মুন্সিয়া ডাকাতসহ সাবেক এমপি মোহাম্মদ আলীকে প্রধান আসামী করে ১৪৮ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় হাতিয়া থানায় সাংসদ আজিমের পক্ষে মামলাটি দায়ের করেন হামলায় আহত তার সমর্থক রাশেদ উদ্দিন।



হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্রপাল বাংলানিউজকে জানান, থানায় এমপি ফজলুল আজিমের বাসা ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ১৭ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।