ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইগাতীতে হাজার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার দুই আসামির ৪ দিনের রিমান্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মে ১০, ২০১১

শেরপুর: গত সোমবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বাকাকূড়া গ্রাম থেকে এক হাজার রাউন্ড রাইফেলের গুলি উদ্ধারে ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ আলী ও আশরাফ হোসেনকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরল আলম মো. নিপু তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসমিদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

এ ঘটনায় সোমবার ডিবির এএসআই সজিব বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত সোমবার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বাকাকূড়া গ্রাম থেকে প্রায় ১ হাজার রাউন্ড একে-৪৭ ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার এবং গুলি রাখার দায়ে বাকাকূড়া গ্রামের মোহাম্মদ আলী ওরফে আলী চোরা ও দুপুরিয়া গ্রামের আশরাফ হোসেনকে গ্রেপ্তার করে শেরপুর ডিবি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ০৯ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।