ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রায় পর্যালোচনা করবে বিশেষ কমিটি

সংবিধান সংশোধনে রিপোর্ট উত্থাপনে বিলম্ব হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মে ১০, ২০১১

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া আদালতের রায় আমলে নিয়ে তা নতুন করে পর্যালোচনা করবে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। এক্ষেত্রে সংবিধান সংশোধন সংক্রান্ত রিপোর্ট উত্থাপন করতে বিলম্ব হতে পারে।



আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর কমিটি এ বিষয়ে তাদের মতামত নির্ধারণ করবে।

মঙ্গলবার সংসদ ভবনে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিশেষ কমিটির কো-চেয়ারপারসন ও মুখপাত্র সুরঞ্জিত সেন গুপ্ত।

সুরঞ্জিত বলেন,‘আদালত যে রায় দিয়েছে তার পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরই কমিটি করণীয় নির্ধারণ করবে। ’

এক্ষেত্রে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির রিপোর্ট উত্থাপন কিছুটা বিলম্ব হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

আদালতের এই রায়টিকে সুদূরপ্রসারী উল্লেখ করে সুরঞ্জিত বলেন,‘বিশেষ কমিটির কাছে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যেসব মতামত এসেছে তার একটি প্রতিফলন ঘটেছে আদালতের রায়ে। কমিটিও নীতিগতভাবে মনে করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সার্বজনীন সমাধান হতে পারে না। আদালতের রায়েও সেটি ফুটে উঠেছে। ’

তিনি বলেন,‘আদালতের মতো কমিটিও মনে করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনো চূড়ান্ত সমাধান না। ’

বিচার বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নিজেদের রাখতে চায় না এমন বিষয় রায়ে আছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন,‘রায়টি একটি সাহসী পদক্ষেপ। বিশেষ কমিটিতে সাবেক প্রধান বিচারপতি ও সংবিধান বিশেষজ্ঞরা একই মত রেখেছিলেন। তাদের সেই মতেরই প্রতিফলন ঘটলো আদালতের রায়ে। ’

বিচার বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যস্থায় না থাকলে কে প্রধান উপদেষ্টা হবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। কেবলমাত্র সংসদই পারে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে। এ রায়ের মাধ্যমে বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সহায়ক হবে। ’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরো দুই মেয়াদে রাখার বিষয়ে আদালতের রায়কে সমর্থন করে সুরঞ্জিত বলেন,‘একটি শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া কোনো বিকল্প নেই। ’

উল্লেখ্য, আগামী ২২ মে শুরু হতে যাওয়া চলতি সংসদের ৯ম অধিবেশনে শুরুর দিকে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন উত্থাপন করবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়:১৪০৪ ঘন্টা, মে ১০,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।