ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রতিক্রিয়া

এই রায় যুগোপযোগী: ইনু

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মে ১০, ২০১১
এই রায় যুগোপযোগী: ইনু

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সুপ্রিম কোর্টের রায়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন  বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আদালতের এই রায়টি খুবই যুগোপযোগী। রায়ের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তাটাই বোঝা যাচ্ছে।



মঙ্গলবার সকালে সংসদ ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা না রাখার পক্ষে মতামত এসেছিলো। আদালতের রায়ের মাধ্যমে এটার সমাধান হলো। ’

আরো দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার রাখার বিষয়ে তিনি বলেন, ‘এই দুই মেয়াদের মধ্যে আমাদের নির্বাচন কমিশনকে স্বাধীন নির্বাচন অনুষ্ঠানের জন্য সক্ষম স্বাধীন ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ’

বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকার থেকে দূরে রাখার বিষয়ে তিনি বলেন, ‘এই দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারকে বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে। কারণ প্রতিষ্ঠানের চেয়ে কোনো ব্যক্তি বড় হতে পারে না। ’

বাংলাদেশ সময়: ১১৪২ ঘন্টা, ১০ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।