ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাহ্মণবাড়িয়ায় মেঘনায় নৌকাডুবি, মা-মেয়ে নিখোঁজ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মে ১০, ২০১১

বাহ্মণবাড়িয়া: বাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তারাখোলা এলাকায় মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের পরিচয় জানা গেছে। এরা হলো মা রূপচান আক্তার (৩৫) ও তার মেয়ে সুমাইয়া আক্তার।



তাদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে।

রূপচান আক্তারের স্বামী আবদুর রউফের বরাত দিয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন নিখোঁজদের পরিচয় নিশ্চিত করেন।

সোমবার মধ্যরাতে ঝড়ের কবলে পড়ে ২৫ যাত্রী ও ৩শ বস্তা ধানসহ নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় ২৩ যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নৌকাযাত্রী মা-মেয়ের খোঁজ মেলেনি।

স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ মা-মেয়ে এবং নৌকাটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ইউএনও।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে স্থানীয় টুন্টা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান বাংলানিউজকে জানান, নৌকাটি কিশোরগঞ্জের আব্দুল্লাপুর থেকে পাবনা যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

নৌকাটি ২০ ফুট পানি নিচে রয়েছে বলে ওই সময় জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।