ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, মে ১০, ২০১১

সিরাজগঞ্জ: দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান সরিয়ে নেওয়ায় মঙ্গলবার সকাল ৮টার পর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কোনাবাড়ি-মফিজমোড়ে সড়ক দুর্ঘটনার কারণে মঙ্গলবার ভোর ৫টা থেকে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।



হাইওয়েসংলগ্ন কড্ডা ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান মহাসড়কের ওই স্থানে দাঁড়িয়ে থাকা ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় উল্টে যায়। পরে ঢাকা ও উত্তরবঙ্গগামী মালবোঝাই আরও দুটি ট্রাক এগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

তিনি জানান, দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে।

সার্জেন্ট সাইফুল আরও জানান, এ ঘটনায় আহত হন দুঘর্টনাকবলিত সবকটি গাড়ির চালক ও হেলপার। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ভুট্টাবোঝাই ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, মে ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।