ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে আগুনে পুড়েছে চার বসতঘর

স্টাফ করেসপন্ডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মে ৯, ২০১১

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর রউফাবাদ কলোনীতে আগুনে চারটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের কন্ট্রোল রুমের কর্মকর্তা প্রহ্লাদ কুমার ভক্ত বাংলানিউজকে জানান, সোমবার বিকেল সাড়ে পাঁচটায় একটি বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে।



খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে সন্ধ্যা সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

এছাড়া আগুনে লোকমান ভাণ্ডারী, মোছাম্মৎ ফরিদা বেগম, আব্দুল গণি ভুট্টো এবং ছানোয়ারা বেগমের মালিকানাধীন চারটি বসতঘরের প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে বলেও তিনি জানান।

আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ২১৫৫ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।