ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কর্ণফুলীতে কোস্টগার্ডের নৌকাডুবি, উদ্ধার ১০ নিখোঁজ ১

স্টাফ করেসপন্ডেনন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ৯, ২০১১

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর বন্দর চ্যানেলে অভিযান চালানোর সময় কোস্টগার্ডের একটি ইঞ্জিনচালিত বোট ডুবে যায়। ডুবে যাওয়া বোটের ১০ নাবিক সাঁতরে অন্য একটি বোটে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন এক নাবিক।



নিখোঁজ নাবিকের নাম-মাইনুদ্দিন (২৫)। তিনি কোস্টগার্ডের এবি সিম্যান হিসাবে কর্মরত ছিলেন।

সোমবার ভোরে কর্ণফুলী নদীর ইয়াসিন ঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মাইনুদ্দিনের সন্ধানে কোস্টগার্ড এবং নৌবাহিনী যৌথভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এদিন ভোর সাড়ে চারটায় পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন জেলেপাড়া খালে জাহাজের তেল পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফেরার পথে বোটের তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ওই বোটে থাকা ১০ নাবিক সাঁতরে কোস্টগার্ডের অন্য একটি বোটে উঠতে সক্ষম হলেও ডুবে যান মাইনুদ্দিন।

তিনি আরও জানান, অভিযানে চোরাই তেল ব্যবসায়ীরা বোট ফেলে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৮ ড্রাম তেলসহ বোটটি আটক করে।
 
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।