ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রাজশাহীর নন্দনগাছীতে ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মে ১০, ২০১১

রাজশাহী: র‌্যাবের হাতে আটক রাজশাহীর চারঘাটের ওষুধ ব্যবসায়ী গোলাম মোস্তফার মুক্তির দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা অর্ধদিবস ধর্মঘট পালন করেছেন।

গোলাম মোস্তফাকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করানো হয়েছে দাবি করে নন্দনগাছি বাজার কমিটি ধর্মঘটের ডাক দেয়।

মঙ্গরবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ওই বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করে।

মানববন্ধন শেষে কয়েকশ নারী-পুরুষ এলাকায় বিক্ষোভ মিছিল করে।

কর্মসূচিতে চারঘাটের নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, নন্দনগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম দুলাল, বাজার কমিটির সভাপতি মেছের উদ্দিন, সম্পাদক ফরমান আলীসহ ব্যবসায়ী ও  স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চারঘাট উপজেলার নন্দনগাছী বাজারের মোস্তফা ফার্মেসি থেকে ৫ মে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ সময় দোকানের মালিক গোলাম মোস্তফা ও কর্মচারী আতিকুর রহমান রিকনকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মে ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।