ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘুমন্ত মাকে খুন করে ছেলে থানায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মে ৯, ২০১১

ঢাকা: রাজধানীতে ইটের আঘাতে মাথা থেঁতলে ঘুমন্ত মাকে খুন করেছেন এক যুবক। এরপর থানায় গিয়ে মাকে খুন করার কথা স্বীকার করে আত্মসমর্পন করেছেন ঘাতক ছেলে।

মানসিক প্রতিবন্ধী ভেবে তাকে থানা হাজতে আটকে রেখেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় মিরপুর থানার শেওড়াপাড়ায় ১৩৫ আনন্দবাজারে নির্মম হত্যাকাণ্ডটি ঘটে।

নিহতের নাম রোকসানা মোঘল (৪৮)। তার স্বামী অ্যাডভোকেট মো. আতাহার আলী মোঘল। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম মিয়া বাংলানিউজকে জানান, ছেলে হাবীব মোঘল (২৮) মানসিক প্রতিবন্ধী। সোমবার সন্ধ্যার দিকে বাসায় ঘুমন্ত অবস্থায় তার মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করেন তিনি। এতে তার মায়ের মৃত্য হয়।

মাকে খুন করার পর ছেলে নিজেই থানায় এসে পুলিশের কাছে এ ঘটনার বর্ণনা দেন বলেও জানান এসআই রফিক।

ছেলে হাবীব মোঘল পুলিশকে জানায়, ১৯৯৮ সাল থেকে তিনি আশঙ্কা করে আসছেন যে তার মা তাকে ঔষধ খাওয়ালে তিনি পাগল হয়ে যান।

তাই এতোদিন মাকে খুন করার চেষ্টা করছিলেন।

সোমবার ঘটনার সময় কেউ বাসায় না থাকার সুযোগে তিনি মাকে খুন করেছেন বলে পুলিশকে জানান ঘাতক হাবিব।

ময়নাতদন্তের জন্য মায়ের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আর ঘাতক ছেলেকে আটক করে মিরপুর থানা হাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মে ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।