ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ পন্ড

জেলা প্রতিনিধি, | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মে ৯, ২০১১

নীলফামারী: পুলিশের বাধায় নীলফামারীতে পন্ড হয়ে গেছে বিএনপির বিক্ষোভ মিছিল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।

পুলিশি বাধায় মিছিল করতে না পেরে বিএনপির সভাপতি আহসান আহমেদের নেতৃত্বে নেতা-কর্মীরা রাস্তায় বসে অবরোধ তৈরি করেন। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় বিক্ষুদ্ধ কর্মীরা একটি অটোরিক্সা ভাঙচুর করেন। পরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে সমাবেশে মিলিত হন।

এ সময় উপজেলা বিএনপি সভাপতি জহুরুল আলম বলেন, ‘আওয়ামী সরকার ফ্যাসিবাদী কায়দায় পুলিশ দিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর লাঠিচার্জ করেছে। আমরা এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। ’  


বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।