ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠির আদালতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী লিমনের জামিন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মে ৯, ২০১১
ঝালকাঠির আদালতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী লিমনের জামিন

ঝালকাঠি: ঝালকাঠিতে র‌্যাবের দায়ের করা মামলায় কলেজছাত্র পঙ্গু লিমনের জামিন আবেদন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মঞ্জুর করেছেন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজা তারিখ আহমেদ জামিননামার অর্থ নির্ধারণপূর্বক লিমনকে মুক্তির আদেশ দেন।



এর আগে বেলা সাড়ে ১১টায় একই আদালতে হাইকোটের জামিননামার সার্টিফাইড কপি দাখিল করা হয়।

এখন এ আদেশ নামা কারাগারে পাঠানো হবে। তারপরই আনুষ্ঠানিকতা শেষে লিমন মুক্তি পাবেন বলে জানা গেছে।

এদিকে ৮ মে হাইকোর্টের জামিনের নির্দেশনামা গ্যারান্টিড এক্সপ্রেসের মাধ্যমে পাঠানো হলেও সকাল ১০টা পর্যন্ত ঝালকাঠির ডাকঘরে এসে পৌঁছায়নি।

জেলা পোস্ট মাস্টার অসিত কুমার মল্লিক বাংলানিউজকে জানান,  ‘লিমনের জামিনের কাগজপত্র এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। ’

অপরদিকে, আইন ও শালিস কেন্দ্রের ইউনিট অ্যাসিস্ট্যান্ট নুরুল ইসলাম ও তপন সরকার জানান, হাইকোর্ট থেকে লিমনের জামিনের নির্দেশনামা ৮ মে (রশিদ নং ৬৮২, ৬৮৩, ৬৮৪) ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ