ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় অস্ত্র ও বোমা উদ্ধার, পুলিশের সোর্সসহ আটক ২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মে ৯, ২০১১

পাবনা: পাবনার আতাইকুলায় সোমবার ভোরে একটি শাটারগান, ৩ রাউন্ড গুলি ও ২টি বোমাসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, সদর উপজেলার আতাইকুলা থানার তেলীগ্রামের আকবর আলীর ছেলে লোকমান হোসেন (৪০) ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে পুলিশের সোর্স শফিক উদ্দিন (২৫)।



আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম বাংলানিউজকে জানান, লোকমানের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে, পুলিশের সোর্স শফিকের কাছে এমন খবর পেয়ে লোকমানকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার বাড়ির পাওয়ার টিলারের চেসিস থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।

আতাইকুলা থানার ওসি হাবিবুল বাংলানিউজকে জানান, ঘটনা পর্যবেক্ষণ করে এবং স্থানীয়ভাবে খোঁজ নিয়ে সন্দেহ হওয়ায় সোর্স শফিককেও আটক করা হয়েছে। বর্তমানে তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।