ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জ পৌর সদরে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, মে ৯, ২০১১

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা বিএনপি’র বিবাদমান দু’গ্রুপের সমাবেশ ডাকায় আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন সোমবার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।



সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস বাংলানিউজকে ১৪৪ ধারার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন বাংলানিউজকে জানান, তারা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সুনামগঞ্জ স্টেডিয়ামে সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেয়ার কথা ছিল।

এদিকে সাবেক হুইপ ফজলুল হক আছপিয়ার পক্ষের আবুল মুনসুর মোহাম্মদ শওকত বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়ার আগেই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।