ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আঠারবাড়ি জমিদার বাড়িতে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ৯, ২০১৫
আঠারবাড়ি জমিদার বাড়িতে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীর জমিদার প্রমোদ চন্দ্র রায় চৌধুরীর আমন্ত্রণে ১৯২৬ সালের ১৯ ফেব্রুয়ারি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারবাড়ী ভ্রমণ করেছিলেন।

কবি গুরুর সম্মানে শান্তি নিকেতনের শিক্ষার্থী প্রমোদ চন্দ্র রায় মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

কবির সম্মানে বাউল, জারি-সারি গানের আসর বসানো হয়েছিল জমিদার বাড়িতে।

কবি গুরুর পদচারণার দীর্ঘ ৮৯ বছর পর এ বছর প্রথমবারের মতো রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উদযাপন হয়েছে স্মৃতি বিজড়িত আঠারবাড়ী জমিদার বাড়িতে।

আঠারবাড়ী কলেজের আয়োজনে দিনব্যাপী কবির জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার কবিকে নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম, সাংসদের সহধর্মীনি ডা. সুফিয়া কামাল, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব সরকার, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহানুর আলম, সহকারী পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান, রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক আমীন ইউ এইচ সিদ্দিকী মোহাম্মদ আলী প্রমুখ।

রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা শেষে কবিতা পাঠ ও সাস্কৃতিক অনুষ্ঠান চলে দিনব্যাপী। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী রবীন্দ্রনাথের কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘন্টা, মে ০৯, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad