ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘গত বছরে দেশে ৪ জন সাংবাদিক নিহত হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ৪, ২০১১

ঢাকা: গত বছর বাংলাদেশে চারজন সাংবাদিক নিহত হয়েছেন। একই বছরে ১১৮ জন আহত, ৪৩ জন লাঞ্ছিত হয়েছেন।

এছাড়া ২০০৯ সালে নিহত হয়েছে তিনজন সাংবাদিক। ওই বছর ৮৪ জন গুরুতর আহত, ৪৫ লাঞ্ছিত ও ১৬ জন সাংবাদিক আক্রমনের শিকার হয়েছেন।

বুধবার ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম উপলক্ষে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট -বিএফউজে ( একাংশ) আয়োজিত সভায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন।

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব শওকত মাহমুদ, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আহসান, সর্দার ফরিদ আহমেদ, রোকনউদিদন, মো: আবদুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।