ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শহীদ মিনারের মর্যাদা রক্ষা

মেয়র খোকা ও সংস্কৃতি সচিবের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মে ৪, ২০১১

ঢাকা: শহীদ মিনারের মর্যাদা রক্ষা সংক্রান্ত আদালতের রায় বাস্তবায়ন না করায় কেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও সংস্কৃতি সচিবকে আদালত অবমানার অভিযোগে দোষী সাব্যস্ত করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ।

আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া আগামী ২২ মে তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের বেঞ্চ আদালত অবমাননা সংক্রান্ত এক আবেদনে শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত সোমবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ তার রায়ে শহীদ মিনারের মর্যাদা রক্ষায় কতিপয় নির্দেশ দেন।

এগুলোর মধ্যে ছিল- শহীদ মিনারের মূল বেদীতে কোনও সভা-সমাবেশ করা যাবে না। কিন্তু আদালতের সে রায় অমান্য করে নিয়মিত সেখানে সভা-সমাবেশ হচ্ছে।

এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন না করায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়।

বাদী পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।