ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গ্লোবাল ইন্টেগ্রেটির প্রতিবেদন

সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে সামান্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ৪, ২০১১

ঢাকা: বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি রয়েছে বলে অভিমত প্রকাশ করেছে ওয়াশিংটন ভিত্তিক বেসরকারি সংস্থা গ্লোবাল ইন্টেগ্রেটি।

সংস্থাটি বলছে- বাংলাদেশ ন্যায়পাল প্রতিষ্ঠার যাত্রার ক্ষেত্রে কালক্ষেপন, দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ ও বিচার বিভাগের ধারাবাহিক অকার্যকারিতার জন্য বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে সামান্য।



বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

সংস্থাটি ২০০৯ সালের জুন থেকে ২০১০ সালের জুন মেয়াদে তথ্য উপাত্ত সংগ্রহ করে এই প্রতিবেদনটি তৈরি করে।

প্রতিবেদনে প্রধান বিচারপতির সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি ইতিবাচক দিক হিসেবে তুলে ধরা হয়েছে।

তবে বলা হয়েছে, তথ্য অধিকার বাস্তবায়নে ধীরে অগ্রগতি হচ্ছে।  

বাংলাদেশসহ বিশ্বের ৩৬টি দেশের সুশাসন পরিস্থিতির ওপর বিশ্লেষণধর্মী ওই প্রতিবেদনে বলা হয়, ‘ক্ষমতাসীন দলের দ্বারা বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের জোড়পূর্বক সরানোর বিষয়টিও দুদকের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। ’

প্রতিবেদনে আরো বলা হয়, ‘বিচারকালে শুনানিতে প্রভাব ও নিম্ন আদালতে বিচারক নিয়োগসহ বেশ কিছু কার্যক্রম স্বাধীন বিচার বিভাগের কার্যক্রমের পরিচয় বহন করে না। ’

প্রসঙ্গত, গ্লোবাল ইন্টেগ্রেটি ২০০৬ সাল থেকে বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করে আসছে।

প্রায় ৩ শতাধিক সততা সূচকের ভিত্তিতে সংস্থাটি এবারের প্রতিবেদনটি তৈরি করেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।