ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ৪, ২০১১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার এক রিক্সাচালক ও এক অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন।

নিহত রিকশা চালক আবুল হাশেমের (৫৫) বাড়ি শহরের উপকণ্ঠের পঞ্চসার এলাকায়।

অপর দুর্ঘটনায় নিহতের পরিচয় জানা যায়নি। তিনি সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সীগঞ্জ শহরের কাছে মানিকপুর এলাকায় বিকেল ৪ টায় মাল বোঝাই একটি ট্রাক পেছন থেকে একটি রিক্সাকে ধাক্কা মারলে রিক্সাচালক আবুল হাশেম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে, বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ধলেশ্বরী ১নম্বর সেতুর ওপর মালবোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচর এক যাত্রী নিহত হন। এ ঘটনায় অটোরিক্সাচালক শামসুল হকসহ ৪ জন আহত হন।

আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।