ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বগুড়ায় গণপিটুনিতে ডাকাত নিহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ৪, ২০১১

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পল্লীতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এসময় একজনকে আটক করে জনতা।



মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বন তেতুলিয়া গ্রামের সৌদি প্রবাসী এমদাদুল হকের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।

দুপচাঁচিয়া থানার পরিদর্শক (প্রশাসন ও অপারেসন্স) নূর ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বন তেতুলিয়া গ্রামের সৌদি প্রবাসী এমদাদুল হকের বাড়িতে ১৫/১৬ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তারা পরিবারের লোকজনকে বেদম মারপিট করে ২২ ভরি স্বর্নালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় গৃহকর্তার চিৎকারে স্থানীয় মানুষ দু’জনকে ধরে গণপিটুনি দেয়। এসময় ডাকাত মান্নান (৩৮) ঘটনাস্থলেই মারা যায়। বুধবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ঘটনার সঙ্গে জড়িত অপরাধে নিহত ডাকাতের ছেলে বিপ্লবকে আটক করা হয়।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানায় একটি ডাকাতি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।