ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশ প্রশাসনে বড় রদবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মে ৪, ২০১১
পুলিশ প্রশাসনে বড় রদবদল

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা থেকে বুধবার বিসিএস পুলিশ ক্যাডারের ৩২ জন কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।  

বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ৮ কর্মকর্তাসহ পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবুল কাসেম সাক্ষরিত বদলির আদেশ প্রাপ্তদের মধ্যে- বরিশালের উপপুলিশ কমিশনার ভানুলাল দাসকে বরিশালের অতিরিক্ত ডিআইজি, ঝালকাঠির পুলিশ সুপার মো. শামসুদ্দিনকে ঢাকা জেলার সিআইডি শাখার অতিরিক্ত ডিআইজি, পিরোজপুর জেলার পুলিশ সুপার এসএম মনির-উজ-জামানকে রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার সেলিম মো. জাহাঙ্গীরকে কক্সবাজার জেলার পুলিশ সুপার, নেত্রকোনার পুলিশ সুপার শেখ নাজমুল আলমকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তারকে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা, ফেনীর পুলিশ সুপার মো. ইমাম হোসেনকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার শোয়েব রিয়াজ আলমকে (শিক্ষা ছুটি শেষে প্রত্যাগত) এআইজি হেডকোয়ার্টার্স ঢাকা, ময়মনসিংহের মুক্তাগাছা ২য় এপিবিএনের অধিনায়ক মো. জমশের আলীকে (জাতিসংঘ মিশন হতে প্রত্যাগত) লক্ষ্মীপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. সজরুল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার ঢাকা, জাতিসংঘ মিশন থেকে প্রত্যাগত শেখ মো. মিজানুর রহমানকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলী মিয়াকে মানিকগঞ্জের পুলিশ সুপার, মানিকগঞ্জের পুলিশ সুপার মো. মাসুদ করিমকে এসবির বিশেষ পুলিশ সুপার, জাতিসংঘ মিশন থেকে প্রত্যাগত মো. কামরুজ্জামান খানকে নাটোরের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেনকে মাদারীপুরের পুলিশ সুপার, বরিশালের উপপুলিশ কমিশনার এজাজ আহমেদকে সিলেটের উপপুলিশ কমিশনার, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল বাশার তালুকদারকে খুলনার উপপুলিশ কমিশনার, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামকে সিলেটের উপপুলিশ কমিশনার, রাজশাহীর উপপুলিশ কমিশনার মো. কামরুল আমীনকে হবিগঞ্জের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানকে ডিএমপির উপপুলিশ কমিশনার, লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পরিতোষ ঘোষকে ফেনীর পুলিশ সুপার, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মজিদ আলীকে ঝালকাঠীর পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ইকবাল হোসেনকে ডিএমপির উপপুলিশ কমিশনার, মানিকগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে নেত্রকোনার পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী জিয়া উদ্দিনকে এআইজি পুলিশ  হেডকোয়ার্টার্স, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বেগম শামিমা ইয়াসমিনকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিল্লুর রহমানকে বরিশালের উপপুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার বেগম রাশিদা সুলতানাকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার বেগম তাপতুন নাসরীনকে এআইজি হেডকোয়ার্টার্স, রাজবাড়ীর পুলিশ সুপার এসএম আইনুল বারীকে এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।