ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদালতের নির্দেশ অমান্য

মুলাদী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কারাগারে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মে ৪, ২০১১

বরিশাল: আদালতের নির্দেশ অমান্য করায় বরিশালের মুলাদী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

আদালত সূত্র জানিয়েছে, একটি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে প্রতিবেদনসহ উপাধ্যক্ষকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।



কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে নির্ধারিত দিন বুধবার তিনি প্রতিবেদন ছাড়া আদালতে উপস্থিত হন।

তদন্ত কর্মকর্তার হিসেবে অব্যাহতি চান তিনি।

বিচারক খাদেমুল কায়েস তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।  

মামলার নথি সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় মুলাদী উপজেলার চরআলিমাবাদ গ্রামের কাঞ্চন মিয়া নামে এক ব্যক্তি আদালতে মামলা করেন।

মুলাদী থানা পুলিশ মামলাটির চুড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়।

কিন্তু বাদী প্রতিবেদনের ওপর না রাজি দিলে আদালত তা গ্রহণ করে মুলাদী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষকে তদন্তের নির্দেশ দেন।

দীর্ঘদিন ধরে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে উপাধ্যক্ষ কোন কার্যক্রম গ্রহণ না করায় বিষয়টি বাদী আদালতকে অবহিত করেন।

এরপর বিচারক উপাধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিলেও বিভিন্ন অজুহাতে তিনি আদেশ পালনে বিরত থাকেন।

বুধবার উপাধ্যক্ষকে প্রতিবেদনসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।

কিন্তু উপাধ্যক্ষ শাহজাহান তালুকদার প্রতিবেদন ছাড়া আদালতে হাজির হয়ে তদন্ত কর্মকর্তা হিসেবে অব্যাহতি চেয়ে ক্ষমা প্রার্থনা করেন।

তখন বাদী পক্ষের আইনজীবী বিবাদীদের পক্ষে উপাধ্যক্ষ প্রভাবিত হয়েছেন অভিযোগ আনলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।