ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংবিধান সংশোধনে ২৬ বুদ্ধিজীবীর মত নেওয়া হবে আজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মে ৩, ২০১১
সংবিধান সংশোধনে ২৬ বুদ্ধিজীবীর মত নেওয়া হবে আজ

ঢাকা: সংবিধান সংশোধনে ২৬ বুদ্ধিজীবীর মত নেবে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি।

সংসদ ভবনের কেবিনেট কক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশেষ কমিটির বৈঠকে এ মতামত নেওয়া হবে।

কমিটির চেয়ারপারসন সাজেদা চৌধুরী স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে সংশ্লিষ্টদের ১১টায় আসতে বলা হয়েছে।
 
এছাড়া বুধবার দৈনিক পত্রিকার ২৪ সম্পাদকদেরও মতামত নেওয়া হবে।

গত ২৮ এপ্রিল সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বিশেষ কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে এ দুটি বৈঠকের কথা সাংবাদিকদের জানান।

আমন্ত্রিত ২৬ বুদ্ধিজীবীর মধ্যে আছেন- জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, বিশিষ্ট সাংবাদিক এবিএম মুসা, সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, অধ্যাপক মোজাফফর আহমদ, কবি সৈয়দ শামসুল হক, অধ্যাপক মুনতাসীর মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, ড. অজয় রায়, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, ড. বদিউল আলম মজুমদার, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, ড. মিজানুর রহমান, শাহরিয়ার কবির,সাবেক উপদেষ্টা এসএম শাজাহান, সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজুল্লাহ ও ড. আসিফ নজরুল,  ।

যেসব পত্রিকার সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে সেগুলো হলো- কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, দৈনিক ইত্তেফাক, ইনকিলাব, দিনকাল, নয়াদিগন্ত, আমারদেশ, মানবজমিন, আমাদের সময়, জনকণ্ঠ , প্রথমআলো, যুগান্তর, সমকাল, খবর, ডেইলি স্টার, নিউ নেশন, নিউ এজ, ইনডিপেন্ডেট, যায়যায়দিন, সংবাদ, ডেসটিনি, ভোরের কাগজ ও নিউজ টুডে।

সোমবার কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত বাংলানিউজকে বলেন, ‘বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সংবিধান সংশোধনে মতামত রাখতে চায় বলে কমিটিকে জানিয়েছে। আমরা তাদের আগামী দুই দিনের বৈঠকের যে কোনো একদিন লিখিত মতামত দিতে বলেছি। ’

বাংলাদেশ সময় : ১০১৬ ঘণ্টা, মে ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।