ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের দেওয়া আগুনে দগ্ধ ট্যাক্সি-ক্যাব ব্যবসায়ী মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মে ৩, ২০১১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের দেওয়া আগুনে দগ্ধ ট্যাক্সি-ক্যাব ব্যবসায়ী হারুনুর রশিদ (৩২) মারা গেছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার এসআই আইয়ুব বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। মৃতদেহ হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার পর পরিবারের লোকজন জানাবে তারা মামলা করবেন কি না।

এর আগে রোববার রাত ৯টার দিকে কোনাপাড়া এলাকার কাঠেরপুল এলাকায় একদল অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী ওই ব্যবসায়ীকে পিটিয়ে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

যাত্রাবাড়ি থানার এএসআই আব্দুল ওয়াহাব বাংলানিউজকে জানান, ব্যবসায়ীক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এ ঘটনায় আটক করা যায়নি এবং এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।