ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

‘গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত’

অনুমোদনহীন ১০ হাজার বোতল পানীয় ধবংস, কারখানা ব্যবস্থাপক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মে ২, ২০১১
অনুমোদনহীন ১০ হাজার বোতল পানীয় ধবংস, কারখানা ব্যবস্থাপক আটক

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অননুমোদিত পানীয় উৎপাদনকারী কারখানার ১০ হাজার বোতল পানীয় ধবংস ও খালি বোতল পুড়িয়ে দিয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  শ্রীপুরের ১ নং সিএন্ডবি বাজারে ড্রাগন ট্রেডিং কর্পোরেশন নামের পানীয় উৎপাদনের কারখানায় এ অভিযান চালানো হয়।

  এ সময় ওই কারখানার ব্যবস্থাপক আবুল কালাম(৩৫)কে আটক করা হয়েছে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. সোহেল জানান, সোমবার দুপুর থেকে কারখানাটিতে অভিযান শুরু হয়। এ সময় বাজারে প্রচলিত বিভিন্ন ব্রান্ডের নকল পানীয় উৎপাদন ছাড়াও একাধিক ব্রান্ডের লেবেল লাগানো উৎপাদিত পানীয় বোতলের সন্ধান পাওয়া গেছে। ড্রাগন ট্রেডিং কর্পোরেশন সাইনবোর্ডের আড়ালে একাধিক ব্রান্ডের কোনো বৈধ অনুমোদন না থাকায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় উৎপাদিত পানীয়, ব্যবহৃত খালি বোতল, লেবেল, পুড়িয়ে দেওয়া হয়।

এসময় কারখানার ব্যবস্থাপক আবুল কালামকে আটকের পর আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদদেশ দেন।

শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) শাহগীর আলম এ অভিযানের নেতৃত্ব দেন।   এতে র‌্যাব-১, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের সেনিটারী ইন্সপেক্টরসহ সংশ্লি¬ষ্ট প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। জরিমানার টাকা পরিশোধ না হওয়ায় রাত ৯টার দিকে আবুল কালামকে শ্রীপুর থানা হেফাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।