ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ২, ২০১১

বরিশাল: বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রেফকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি মনিরুজ্জামান (৪৫)।

সোমবার সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়।



নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে রাত সাড়ে ৮টায় জানান শেবাচিম হাসপতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ।

নিহতের পরিবারের বরাত দিয়ে আবুল কালাম আজাদ জানান, সোমবার সকাল ১১টার দিকে বরিশালে থেকে মোটরসাইকেলযোগে গৌরনদীর উদ্দেশে যাচ্ছিলেন মনিরুজ্জামান।

পথে দক্ষিণ মাহিলারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছুলে বিপরীত দিক আসা জননী নামের একটি অ্যাম্বুলেন্স তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত মনিরুজ্জামানের গ্রামের বাড়ি বরগুনার বেতাগি উপজেলায়।

তিনি বরিশাল শহরের কালিবাড়ী রোডের একটি ভাড়া বাড়িতে থাকতেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।