ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে মাদক মামলায় তিন জনের পাঁচ বছর করে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মে ২, ২০১১

সিলেট: সিলেটে মাদক মামলায় সোমবার তিন জনকে পাঁচ বছরের সশ্রম কারাদ- ও ৫হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ১বছরের বিনাশ্রম কারাদদেশ দেওয়া হয়েছে। একই মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় অপর দুইজনকে খালাস দেওয়া হয়েছে।


 
অতিরিক্ত জেলা ও দায়রা জজ- ৪ আদালতের বিচারক মুহাম্মদ জালাল উদ্দিন আহমদ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল রাখার অপরাধে  ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় তাদের এ দদেশ দেন।

এরা হলেন- কানাইঘাট থানার ধনা মুসুলম উজান গ্রামের মৃত মুজাম্মিল আলীর ছেলে মো. এনাম উদ্দিন (২৭), জকিগঞ্জ থানার রায়গ্রাম গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে লিটন আহমদ (২০) ও একই থানার শাহজামালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে জয়নাল আবেদীন (৩২)।

সাজাপ্রাপ্তদের মধ্যে জয়নাল আবেদীন পলাতক রয়েছেন। বাকিরা জেলখানায় রয়েছেন।

খালাস প্রাপ্তরা হলেন- জকিগঞ্জ থানার সোনামার গ্রামের আব্দুল মজিদের ছেলে মাহতাব ওরফে আলতাফ (৩৫) ও একই থানার জিল্লাকান্দি গ্রামের মোস্তফা আহমদের ছেলে সামছুদ্দিন ওরফে জাবেদ।
 
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৭ সালের ২৭ অক্টোবর বিয়ানীবাজার থানা পুলিশ সিলেট- জকিগঞ্জ সড়ক সংলগ্ন চারখাই বাজার থেকে আমদানি নিষিদ্ধ ৪১০ বোতল ফেনসিডিলসহ আসামিদের আটক করে। এসময় আসামিরা উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রির জন্য সিলেটের সালুটিকরে নিয়ে যাচ্ছিল বলে জানায়।

এ ঘটনায় চারখাই অস্থায়ী ক্যাম্পের হাবিলদার আ. মালেক বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০২৫ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।