ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশের প্রতিক্রিয়া

লাদেনের মৃত্যু সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে এক বড় দৃষ্টান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মে ২, ২০১১

ঢাকা: আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যু বিশ্বজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে চলা যুদ্ধে একটি বড় দৃষ্টান্ত বলে উল্লেখ করেছে বাংলাদেশ।

সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে এ কথা বলেন।



বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র আজ ঘোষণা দিয়েছে, তাদের পরিচালিত এক গোপন অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন মারা গেছেন। যুক্তরাষ্ট্রের এই অভিযানের লাদেনকে ধরার দীর্ঘ এক  দশক ধরে চলা অনুসন্ধানের অবসান ঘটলো। ’

বিবৃতিতে ওই মুখপাত্র আরো লেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে এটা এক বড় ঘটনা। ’

‘বাংলাদেশ সরকার যেকোনো ধরন বা প্রকারের সন্ত্রাসেরই দ্ব্যর্থহীনভাবে ও তীব্রতম ভাষায় নিন্দা জানায়‘ বলে উল্লেখ করে মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসের মুলোৎপাটন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত প্রচেষ্টার অংশীদার হওয়াকে বাংলাদেশ সবসময়ই মূল্যবান বলে বিবেচনা করে। এ ব্যাপারে বাংলাদেশ স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে  তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।