ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সম্ভাবনা বাস্তবায়নে তরুণ প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে: মার্কিন রাষ্ট্রদুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মে ২, ২০১১

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন হলেও কাজ এখনও শেষ হয়নি। সম্ভাবনাগুলো এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

এ কাজে এ প্রজ্ন্মের তরুণদেরই দায়িত্ব নিতে হবে।

সোমবার রাতে মিরপুর ইনডোর স্টেডিয়ামে জাগো ফাউন্ডেশনের ‘ইউথ অব দ্য নেশন পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যত প্রজন্ম হিসেবে সমস্যাগুলোকে চিহিœত করে একসঙ্গে কাজ করতে হবে। যাতে বাংলাদেশের সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো যায়। আপনারা একটি বিপ্লবের দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশস্থ  ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউ নোলস।

জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকশানের  সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংসদ আসাদুজ্জামান নুর, এয়ারটেলের বিপনন বিভাগের প্রধান নওম্যান ফাখহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।