ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিটিভির সিলেট বরিশাল ও রংপুর রিলে স্টেশনকে সম্প্রচার কেন্দ্র করার সুপারিশ

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মে ২, ২০১১

ঢাকা: বাংলাদেশ টেলিভিশনের সিলেট, বরিশাল ও রংপুর রিলে স্টেশনকে সম্প্রচার কেন্দ্র হিসেবে চালুর সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৬তম সভায় এসব সুপারিশ করা হয়।



সভায় বাংলাদেশ টেলিভিশনের রাজশাহী উপকেন্দ্রকে মাস্টার প্ল্যান অনুযায়ী পূর্ণাঙ্গ কেন্দ্র করার জন্য নতুন যন্ত্রপাতি ক্রয় ও স্টুডিও নির্মাণ নিয়ে আলোচনা করা হয়।

স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শাহিন মনোয়ারা হক, রেজা আলী, সারাহ্ বেগম কবরী, বি এম মোজাম্মেল হক, মো. শাহ্রিয়ার আলম প্রমুখ।

সভায় বিটিভি’র চট্টগ্রাম কেন্দ্রের অধিকতর উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের স্বার্থে আসন্ন ২০১১-২০১২ অর্থ বছরের বাজেটে রাজশাহী উপকেন্দ্রটি পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরের জন্য প্রকল্পে অন্তর্ভুক্তি ও প্রাথমিক অর্থ বরাদ্দের ব্যাপারে কমিটি জোরালো সুপারিশ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০০১ সালে উপকেন্দ্রটি উদ্বোধনের পর বিগত জোট সরকারের সময়ে এর উন্নয়ন কাজ থেমে যায়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।