ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সীতাকুন্ডে সাগর থেকে চিত্রা হরিণ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মে ২, ২০১১

চট্টগ্রাম: সীতাকুন্ডের দক্ষিণ বাঁশবাড়িয়া ইউনিয়নের উপকূলীয় এলাকায় সাগর থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে জেলেরা।

মাছ ধরতে গিয়ে হরিণটিকে সাঁতরাতে দেখে সোমবার দুপুরে  জেলেরা সেটিকে উদ্ধার করে।



স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে হরিণটি প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দিয়েছিল বলে  ধারণা করা হচ্ছে।
 
হরিণটির মুখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

হরিণটি উদ্ধারের পর স্থানীয় ফরেস্ট অফিস ও থানায় খবর দেওয়া হলে ফরেস্ট বিটের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে  ছুটে আসেন।

সীতাকুন্ড বোয়ালিয়াকুল বনবিটের কর্মকর্তা হাসান মিঞা বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত হরিণটি পুরুষ। মীরসরাইয়ের ম্যানগ্রোভ ফরেস্টে এই হরিণ পালা হয়। সম্ভবত কুকুুরের ধাওয়া খেয়ে  হরিণটি উপকূলে চলে এসেছে।

তিনি আরো জানান, হরিণটিকে চিকিৎসার জন্য উপজেলা পশু সম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসার পর হরিণটি সুস্থ হলে আবার ম্যানগ্রোভ ফরেস্টে ছেড়ে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।