ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় হতাহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মে ২, ২০১১

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় সোমবার এক শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছে।

রাজধানীর রমনা থানাধীন ইস্কাটন গার্ডেন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. মিলন (১৯) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

অন্যদিকে কোতোয়ালী থানার ৪ নং ওয়াইজঘাটে ডাকাতদের ছুরিকাঘাতে মো. আলমগীর হোসেন (৩০) নামে এক দিনমজুর গুরুতর আহত হন। নিহত দিনমজুর মো. আলমগীরের বাবার নাম মো. আলাউদ্দিন।  

হাসপাতাল সূত্রে জানা যায়, সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল সাড়ে ৭ টায় ঢাকা-বরিশাল-পটুয়াখালী রুটের সুন্দরবন-৬ নামক লঞ্চে যাত্রীদের লাগেজ উঠাতে যাচ্ছিলেন দিনমজুর মো. আলমগীর। এ সময় নৌকাযোগে ৩/৪ জন ডাকাত তাকে ছুরিকাঘাত করে লাগেজ ছিনিয়ে নেয়। মারাত্মক আহত আলমগীরকে প্রথম মিটফোর্ড হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অপরদিকে রমনা থানা সূত্রে জানা যায়, ৫ নং ইস্কাটন গার্ডেনের নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে নিচে পড়ে মারাত্মক আহত হন নির্মাণশ্রমিক মো. মিলন। এ সময়ে সঙ্গীয় শ্রমিকরা আহত মিলনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সকাল ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।