ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেগমগঞ্জে জিরাসহ আটক নারীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১২, এপ্রিল ১, ২০১৫
বেগমগঞ্জে জিরাসহ আটক নারীর কারাদণ্ড

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী রেলওয়ে স্টেশন থেকে ২৭৫ কেজি ভারতীয় জিরাসহ আটক কোহিনুর আক্তারকে (৩৫) তিন দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাত সাড়ে ৯টার দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. রহিমা খাতুন তাকে এ সাজা দেন।



কোহিনুর আক্তার কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পেয়ারপুর এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী স্টেশনে লাকসাম থেকে ছেড়ে আসা ‘সমতট এক্সপেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা বাংলানিউজকে জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোহিনুর আক্তারকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।