ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে বর্ণ বৈষম্য বিলোপ দিবসে শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
রাজবাড়ীতে বর্ণ বৈষম্য বিলোপ দিবসে শোভাযাত্রা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) বেলা ১১টায় ফেয়ার ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় হরিজন ঐক্য পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়।



শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দা নওসীন পূর্নিনীর কাছ প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেওয়া হয়।

পরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এতে হরিজন সম্প্রদায়ের  শত শত নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শ্রী বাসু দেব মন্ডল, সহ সভাপতি রবি লাল, সাধারণ সম্পাদক মিলন দাস হেলা, জেলা শাখা অ্যাডভোকেসি গ্রুপের টিম লিডার শ্রী শিবুপদ বিশ্বাস, সদস্য মো. মনিরুল হক, সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু এবং সমাজ সেবক আলমগীর শেখ তিতু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।