ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌন্দর্য শুধু আর্থিক নয়, বৈশ্বিক সম্পত্তি: দ্বিজেন শর্মা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

ঢাকা: উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক দ্বিজেন শর্মা বলেছেন, সৌন্দর্য শুধু আর্থিক নয়, এটি একটি বৈশ্বিক সম্পদ।

আর প্রকৃতিতে সেই সৌন্দর্য ফিরিয়ে আনতে পরিকল্পিত বৃক্ষ রোপন জরুরি বলে মত দেন তিনি।



রোববার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মহামারী আকারে গাছের মড়ক: কারণ ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এ বৈঠকের আয়োজন করে।

দ্বিজেন শর্মা বলেন, ‘প্রকৃতির উপর আমরা আধিপত্য বিস্তার করতে চেয়েছিলাম। তাই প্রকৃতি আমাদের উপর প্রত্যাঘাত শুরু করেছে। ’

সৌন্দর্য দিয়ে অনেক দেশ ধনী হয়েছে জানিয়ে তিনি আরও বলেন,‘ সৌন্দর্য শুধু আর্থিক নয়, এটি একটি বৈশ্বিক সম্পদ। ’

বৈঠকে বক্তারা বলেন, গাছ লাগানোর আন্দোলন সফল হলেও গাছ রক্ষার জন্য কোনও আন্দোলন নেই। পরিকল্পনাবিহীন গাছ লাগানো হচ্ছে। যা পরিবেশকে কখনও রক্ষা করতে পারে না।

সরকার ও বন বিভাগের সঠিক পদক্ষেপই গাছগুলোকে বাঁচাতে পারে বলে বক্তারা উল্লেখ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন একই বিভাগের অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মোহাম্মদ উল্লাহ, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।