ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রিমান্ডে এনে নির্যাতন মামলায় ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

ঢাকা: ড. হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে এনে নির্যাতন করার অভিযোগে দায়ের করা মামলায় রমনা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ও মামলার চার্জ গঠন করা হয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে চার্জ গঠন করেন।

এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন, মামলার বাদী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবু আব্বাস ভুইয়া।

এ সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবু হানিফ বাংলানিউজকে জানান, আগামী ২৫ জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য প্রথমে মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুুটি কমিশনারকে (ডিসিডিবি) নির্দেশ দিয়েছিলেন আদালত।

ডিবি পুলিশ ২০০৮ সালের ১৪ জুন মামলা তদন্ত করে আসামিদের অব্যাহতি প্রদান করে।

অব্যাহতি প্রদানের প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি প্রদান করলে আদালত মামলাটি পুনরায় তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

অতপর সিআইডি বাদীর অভিযোগের সত্যতা পাওয়ায় গত বছরের ১৮ আগস্ট সিআইডির পুলিশ পরিদর্শক এহসান উদ্দিন চৌধুরী আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

অপর তিন আসামি হলেন রমনা থানার তৎকালীন উপ-পরিদর্শক রেজাউল করিম, উপপরিদর্শক নাসের আলী ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আনোয়ার হোসেন।  

মামলার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রথাবিরোধী লেখক ড. হুমায়ুন আজাদের উপর একদল সন্ত্রাসী হামলা চালায়।

হামলার প্রতিবাদে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল বের করে।

মিছিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্বাসসহ  আরও কয়েকজন ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ।
তাদের থানায় এনে ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় চালান দেওয়া হয়।

এরপর রিমান্ডে এনে ড. হুমায়ুন আজাদের উপর হামলার দায় স্বীকার করার জন্য নির্যাতন চালানো হয়।

আব্বাস অভিযোগ করেন,তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশেই তার  উপর এ নির্যাতন চালানো হয়।
সিআইডি ড. হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলার চার্জশিট প্রদানের সময় আব্বাসের নাম বাদ দিয়ে চার্জশিট প্রদান করে।

এ অভিযোগে ২০০৮ সালের ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু আব্বাস ভুইয়া ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেছিলেন।

বাবরের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত না হওয়ায় সিআইডি প্রতিবেদন দেওয়ার সময় বাবরের নাম বাদ দেয়।

বাংলাদেশ সময় : ১৬১১ ঘন্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ